Description
নবুওয়াতের প্রমাণাদি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। তখন মুশরিকরা
তার কাছে নবুওয়াতের নিদর্শন চাইল। তখন ছিল চন্দ্রোজ্জ্বল রাত্রি।
আল্লাহ তা’আলা এক সুস্পষ্ট অলৌকিক ঘটনার মাধ্যমে দেখিয়ে দিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে একখণ্ড পূর্ব দিকে ও অপরখণ্ড পশ্চিম দিকে চলে গেল এবং উভয় খণ্ডের মাঝখানে পাহাড় অন্তরাল হয়ে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে বললেন: দেখ এবং
সাক্ষ্য দাও। সবাই যখন পরিষ্কাররূপে এই নিদর্শন দেখে নিল, তখন
চন্দ্রের উভয় খণ্ড পুনরায় একত্রিত হয়ে গেল। কোনো চক্ষুষ্মান ব্যক্তির
পক্ষে এই সুস্পষ্ট নিদর্শন অস্বীকার করা সম্ভবপর ছিল না। কিন্তু
মুশরিকরা বলতে লাগল: মুহাম্মাদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে
পারবে না। অতএব, বিভিন্ন স্থান থেকে আগত লোকদের জন্য অপেক্ষা
করো। তারা কী বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তুক
মুশরিকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করল। তারা সবাই চন্দ্রকে দ্বিখণ্ডিত
অবস্থায় দেখেছে বলে স্বীকার করল।এ সম্পর্কে একাধিক হাদীস রয়েছে।
আনাস ইবন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
«أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمْ
الْقَمَرَ شِقَّتَيْنِ حَتَّى رَأَوْا حِرَاءً بَيْنَهُمَا
মক্কাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তাঁর নবুওয়াতের নিদর্শন দেখানোর দাবি জানালে তিনি তাদেরকে” চাঁদ দু’খণ্ড নবী মুহাম্মাদ (ক)-এর নবুওয়াতের প্রমাণাদি
![ইমাম আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) [ব্যক্তিত্ব ও মাযহাব]](https://kitabaloy.com/wp-content/uploads/2025/03/ইমাম-আবূ-হানীফা-রাহিমাহুল্লাহ-ব্যক্তিত্ব-ও-মাযহাব.webp)





















Reviews
There are no reviews yet.