মুরজিয়াদের আকিদা
'নামাজ না পড়লে কী হবে, আমার ইমান ঠিক আছে!'
'মাদক সেবন করলে কী হবে, আমার ইমান ঠিক আছে!'
'সুদ-ঘুষ খেলে কী হবে, আমার ইমান অনেক শক্তিশালী!'
'আমি মানুষ মারলে কী হবে, আমি তো হজ করি, তাহাজ্জুদ পড়ি, আমার ইমান কি এত কমজোর?!'
এ ধরনের কথা আমরা অহরহ শুনতে পাই। এসব কথা খুব নিরীহ মনে হলেও আদতে এগুলো যে অতিশয় ভয়ংকর ও আকিদাবিধ্বংসী মন্তব্য, তা আমরা ঠাওর করতে পারি না। এসবের মূলে আছে কুখ্যাত মুরজিয়াদের বাতিল আকিদা। পাপিষ্ঠ, জালিম, ঘাতক, ক্রিমিনাল ও প্রবৃত্তিপূজারিদের পছন্দের আকিদা। সাতখুন করেও যে আকিদার ছায়াতলে শান্তির ঠাঁই পাওয়া যায়, সেই আকিদা। কুরআন-সুন্নাহর সমস্ত বিধিনিষেধ পরিত্যাগ করেও স্রেফ অন্তরে ও মুখে কালিমার দাবি করে 'সাচ্চা মুসলমান' সার্টিফিকেট পাওয়ার আকিদা। দুনিয়ার তাবৎ কুকর্ম করেও আবুবকর-ওমরের মতো ইমানদার কিংবা খোদ জিবরাইল-মিকাইলের মতো ইমানদার হওয়ার আকিদা। কাজের মাধ্যমে কুফরি করেও কাফির না হয়ে মুসলমান থাকার আকিদা। সারাজীবন ধরে ইসলামের সমস্ত ফরজ আমল ত্যাগ করেও সৌভাগ্যবান জান্নাতী হওয়ার আকিদা! এই কুখ্যাত আকিদার নাম-ইরজা। আর এই আকিদাধারীদের নাম মুরজিয়া
বিদাতসমগ্রের মধ্যে উম্মতের জন্য মুরজিয়াদের বিদাতের চেয়ে ভীতিকর কোনো বিদাত নেই।
- তাবেয়ী ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ
Reviews
There are no reviews yet.