জ্ঞান অর্জনের আদব
পূর্ববর্তী আলেমগণ ইলমী বৈঠকে তাদের ছাত্রদেরকে ইলম অর্জনের আদবসমূহ শিক্ষা দিতেন। আমি মসজিদে নববীতে কিছু ইলমী হালাকায় সর্বশেষ কিছু এ জাতীয় ইলমী আদব শিক্ষার সংবাদ পেয়েছি। সেখানে কোনো একজন শিক্ষক তার ছাত্রদেরকে আযযারনূজী রাহিমাহুল্লাহ্ রচিত "তা'লীমুল মুতাআল্লিম ত্বারিক্বাত্ তায়ালুম" তথা 'ছাত্রদেরকে শিক্ষা অর্জনের পদ্ধতি সম্পর্কে পাঠদান' নামক বইটি পড়াতেন।
আশা করা যায়, খুব তাড়াতাড়ি আলেমগণ এই সুদৃঢ় ও সুপথের দিশারী দৃঢ়পথে অগ্রসর হবেন এবং এ বিষয়ের (ইলম অর্জনের আদব সংক্রান্ত) বইগুলো মসজিদের দারসের শুরুতে এবং দারসে নিজামী তথা একাডেমিক পড়াশোনার সিলেবাসে অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করবেন।
আমি আশা করি এই লিখনীটি এই (ইলম অর্জনের আদব) সংক্রান্ত বিষয়টি পুনর্জাগরণের প্রতি সবাইকে সতর্ক ও উৎসাহিত করবে, যে বিষয়টি ছাত্রদের ভদ্রতা শেখাবে এবং এর মাধ্যমে একজন ছাত্র জ্ঞানার্জন ও তা ধারণ করার আদবসমূহ ও নিজের মধ্যে প্রয়োগযোগ্য আদব, শিক্ষকের, ক্লাসের, বন্ধুদের কিতাবের ও ইলমের ফলাফলের সাথে সংশ্লিষ্ট আদব ও শিষ্টাচার জানার মধ্য দিয়ে সঠিক পথ অবলম্বন করতে পারবে এবং এভাবে জীবনের প্রতিটি স্তরেই সে উপকৃত হতে পারবে।
Reviews
There are no reviews yet.