আমাদের নাবী বর্ণনা করেন যে, যে ব্যক্তি ইলমুল ফিকহ অর্জনে আগ্রহী
হয়ে নিজেকে এর সাথে সম্পৃক্ত করে, সে নিঃসন্দেহে সর্বোত্তম মানুষ। আর এ
বিষয়ে সহীহুল বুখারী ও সহীহ মুসলিমে মুয়াবিয়া থেকে হুমাইদ-এর সূত্রে
বর্ণিত হয়েছে। নাবী বলেন:
مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقَّهْهُ فِي الدِّينِ»
"আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।”১
নাবী এখানে স্পষ্ট করেছেন, কোনো ব্যক্তির মাঝে কল্যান বিদ্যমান থাকার
নিদর্শন হচ্ছে সে দ্বীনের বিষয়ে গভীর জ্ঞান রাখবে, তার বিধিবিধান বুঝতে
সচেষ্ট হবে ও তা অর্জনে সবসময়ই তৎপর থাকবে। মূলত বিষয়টি এর
চেয়েও মহান।
নাবী কে সর্বোত্তম মানুষ কে; সে সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তিনি
বললেন:
خَيْرُ النَّاسِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنُ إِسْحَاقَ بْنُ إِبْرَاهِيمَ نَبِيُّ اللَّهِ بْنُ نَبِيِّ اللَّهَ بْنُ نَبِيٍّ
اللَّهَ بْنُ خَلِيلِ اللَّهَ، قَالُوا : مَا عَنْ هَذَا سَأَلْنَاكَ ، قَالَ : فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ؟ قَالُوا: نَعَمْ.
قَالَ: خِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقُهُوا.
"সর্বোত্তম মানুষ হচ্ছে ইউসুফ বিন ইয়াকুক বিন ইসহাক বিন ইবরাহীম;
আল্লাহর নাবীর পুত্র নাবী, আল্লাহর নাবীর পুত্র নাবী আল্লাহর বন্ধুর পুত্র নাবী।
তখন তারা বলল, আমাদের প্রশ্ন এ সম্পর্কে নয়। তিনি বললেন: তোমরা
কি আরবের ধনভাণ্ডার (সম্ভ্রান্ত বংশ) সম্পর্কে প্রশ্ন করছ? তারা বলল, হ্যাঁ।
১. সহীহুল বুখারী, হা. ৭১; সহীহ মুসলিম, ফুআ. হা. ১০৩৭; আহমাদ, হা. ১৬৮৬০।
Reviews
There are no reviews yet.