আল কুরআনুল হাকীম
বর্তমান গ্রন্থটি সুমহান আল্লাহর পবিত্র বাণীর অর্থানুবাদ, যা আরবী ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে, শ্রেষ্ঠ সময়ে, শ্রেষ্ঠ ফিরিশতার মাধ্যমে, শ্রেষ্ঠ রসূলের উপর অবতীর্ণ হয়েছে।
এ বাণীর তাফসীর ও ব্যাখ্যাগ্রন্থ বহুবার প্রকাশিত হয়েছে। তবুও বহু দ্বীনি ভাইয়ের অনুরোধে তাফসীর ব্যতীত শুধু “কুরআন কারীম”-এর অর্থানুবাদ পাঠকদের জন্য পেশ করা হলো।
পাঠকের কোথাও বুঝতে অসুবিধা হলে তাফসীর গ্রন্থ রুজু করা আবশ্যক হবে।
কুরআনের সূচনায় বলা হয়েছে, “এ গ্রন্থে কোনো সন্দেহ নেই; সাবধানীদের জন্য এটি পথপ্রদর্শক।”
যে বিশ্বাসী, মুত্তাক্বী, পরহেযগার এবং পরকালে মুক্তি ও জান্নাত কামনা করে, তার জন্য এই কিতাব পথনির্দেশক।
ফুল থেকে যেমন কিছু পতঙ্গ মধু পায়, কিছু বিষও সংগ্রহ করে; তেমনি কিছু মানুষ কুরআন থেকে হিদায়াত পায়, আবার কেউ বিভ্রান্ত হয়।
সুমহান স্রষ্টা যাকে এই গ্রন্থের মাধ্যমে সুপথ দান করবেন, সাফল্য তারই ভাগ্যে নির্ধারিত।
আমরা তাঁর নিকট প্রার্থনা করি, তিনি যেন তাঁর মহাগ্রন্থের মাধ্যমে বিশ্বমানবতাকে সুপথে পরিচালিত করে সফল মানুষে পরিণত করেন, আর সংশ্লিষ্ট সকলকে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করেন। আমীন
Reviews
There are no reviews yet.