ইমাম ইবনুল কায়্যিম (রহিমাহুল্লাহ) কে জিজ্ঞাসা করা হয় —
“ আমরা কতটুকু ‘কুরআন’ পাঠ করবো? ”
ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেন, ❝ তুমি জীবনে যতটুকু সুখ ও আনন্দ লাভ করতে চাও ততটুকু পাঠ করো।❞
সুতরাং, কোনো ব্যাক্তি জীবনে সীমাহীন সুখ ও আনন্দ লাভ করতে চায় তাহলে তার সীমাহীনভাবে কুরআন পাঠ করা উচিত)
ইসলামের রুকনসমূহ নিয়ে আলাদা গ্রন্থ খুব বেশি রচিত হয়নি যা কুরআন ও সুন্নাহর ভাষ্যের অধিক নিকটবর্তী।
ইসলামের পাঁচটি আরকান:
১. দুই শাহাদাহ তথা আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) তাঁর রাসূল,
২. সালাত,
৩. যাকাত,
৪. সাওম,
৫. হজ
এ পাঁচটি রুকন অধিক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে এ বইটিতে সংক্ষিপ্তভাবে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় জনসাধারণের পাঠযোগ্য করে উপস্থাপন করা হয়েছে। অন্যান্য ইবাদাত এখানে উল্লেখ করা হয়নি। কেননা এ পাঁচটি রুকন দৈনন্দিন ব্যবহৃত এবং সকলের জানা অত্যাবশ্যকীয়। ㅤ বইটিতে পাঠকের সুবিধার্থে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে প্রধান শিরোনামে এবং আনুষঙ্গিক বিষয়কে উপ-পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে, এতে বিষয়ভিত্তিক তথ্য পেতে পাঠকদের সুবিধা হবে। আমরা পুরাতন ও আধুনিক বিখ্যাত মূল বই থেকে ইলমী বিষয়বস্তু একত্রিত করেছি এবং পাঠকের পড়ার সুবিধার দিকে লক্ষ্য রেখে অধ্যায় ও পরিচ্ছেদ বিন্যাস করা হয়েছে।
Aysha Siddika Bushra –
মা শা আল্লাহ… শুধু ইসলামের রুকন গুলোর উপর কুরআন সুন্নাহর আলোকে অসাধারণ এটি একটি অসাধারণ বই হবে ইন শা আল্লাহ… 💕💕