মুনাজাত ও নামাজ
মুনাজাতের গুরুত্ব আমরা কমবেশি জানি। তবে এক্ষেত্রে রাসুলুল্লাহ (ছা:)-এর আচরিত ও শেখানো মোনাজাত গুলি সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ দ্বীনদার মুসলিম অবগত নন। শুধু তাই নয়, অধিকাংশ ধার্মিক মুসলিম ও আলিম এ বিষয়ে আগ্রহীও নন। বিষয়টি দুঃখজনক। রাসুলুল্লাহ (ছা:) কর্তৃক শেখানো মোনাজাত গুলি পালনের মধ্যে রয়েছে অসাধারণ সওয়াব, মর্যাদা, বরকত ও কবুলিয়াত। এ ব্যাপারে সকলেরই আগ্রহী হওয়া দরকার।
এই পুস্তিকাটিতে নামাজের মধ্যে ও নামাজের পরে পালনীয় প্রায় অর্ধশত মাসনুন মোনাজাত সহিহ হাদিসের আলোকে সংকলন করা হয়েছে। সকল মুহিব্বিন, মুবাল্লিগীনএবং সর্বস্তরের সকল আলিম ও দ্বীনদার মুসলিম বইটি পাঠ করবেন এবং এ সকল মাসনুন মোনাজাত অর্থসহ মুখস্ত করে মাসনুন আদব ও পদ্ধতিতে আদায় করবেন।
Reviews
There are no reviews yet.