ভূমিকা
আল-হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াছ ছালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা’দাহ। পাঠক সমাজ অবগত আছেন যে, ছহীহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ মিন্নাতুল বারীর (১ম খণ্ড) আমরা ইমাম বুখারীর জীবনী তাহক্বীক্বসহ ও ছহীহ বুখারীর পরিচয়সংক্রান্ত বিস্তারতি আলোচনা করেছি। ফালিল্লাহিল হামদ। আজকের এই লেখার মাধ্যমে আমরা ছহীহ বুখারীর হাদীছসমূহের ব্যাখ্যার অবতারণা করতে যাচ্ছি। দীর্ঘ বিরতির পর মহান আল্লাহ আমাদেরকে ছহীহ বুখারীর মূল হাদীছের ব্যাখ্যার কাজ শুরু করার তাওফীক দান করেছেন সেজন্য সর্বাগ্রে তার শুকরিয়া আদায় করছি, আল-হামদুলিল্লাহ। শান্তির বারিধারা অবতীর্ণ হোক মুহাম্মাদ-এর উপর।
এই লেখায় হাদীছের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের অনুসরণীয় পদ্ধতি হবে নিম্নরূপ:
১. হাদীছের সঠিক ও সরল অনুবাদ।
২. হাদীছের তাখরীজ।
৩. রাবীগণের সংক্ষিপ্ত পরিচয়।
৪. সনদের সূক্ষ্মতা।
৫. কঠিন ও অপরিচিত শব্দের অর্থ।
Reviews
There are no reviews yet.