তাওহীদুল ইবাদাহ একমাত্র আল্লাহর ইবাদত তাৎপর্য ও বিশ্লেষণ
মক্কার কিছু লোক যে কারণে কাফির অবস্থায় ছিল তা ছিল নানা ধরণের ভুল বিশ্বাস, সামাজিক চাপ ও ব্যক্তিগত স্বার্থের মিশ্র ফল। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা মূর্তিপূজাকে সত্য জ্ঞান মনে করত এবং পূর্বপুরুষদের ধর্ম ছাড়াকে অসম্মান হিসেবে দেখত।
নবী ﷺ যখন তাওহীদের স্পষ্ট আহ্বান দিলেন, তখন তারা সত্যকে বুঝলেও অহংকার, গর্ব এবং নেতৃত্ব হারানোর ভয় তাদের বাধা হয়ে দাঁড়ায়। কুরাইশদের অনেকেই সমাজে শক্তিশালী অবস্থানে ছিল; ইসলাম গ্রহণ করলে তাদের রাজনৈতিক আধিপত্য, কাবাঘিরে ব্যবসা-বাণিজ্য এবং মানুষের ওপর প্রভাব কমে যাবে—এই আশঙ্কা তাদের সত্য অস্বীকারে আরও দৃঢ় করে।
বহু দেবতার ওপর ভরসা রেখে তারা বিশ্বাস করত যে এসব মূর্তি আল্লাহর নিকট সুপারিশ করবে বা দুনিয়ার উপকার বয়ে আনবে। শয়তানের প্ররোচনা, কুসংস্কার, অজ্ঞতা এবং সত্য গ্রহণে একগুঁয়েমি তাদের অন্তরকে কঠিন করে তোলে। ফলে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা নবী ﷺ–এর দাওয়াত ফিরিয়ে দিয়ে কাফির অবস্থায় রয়ে যায়।
Reviews
There are no reviews yet.