ভুলত্রুটি মানুষের স্বভাবজাত। কাদবা অজ্ঞাতসারে মানুষ মাত্রই ভুল করে থাকে। রাসূলুল্লাহ (ছা:) বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তান ভুল কারি। আর সর্বোত্তম ভুলকারী সেই যে তওবা করে’ (তিরমিজি হা/২৪৯৯ মিশকাত হা/২৩৪১)।ভুলের মধ্যে নিমজ্জিত মানুষের ভুল সংশোধন করে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এ পুস্তকের সম্মানিত লেখক মানুষের ভুল ত্রুটি সংশোধনে রাসূলুল্লাহ (ছা:) কর্তৃক অনুসৃত পদ্ধতি প্রামাণ্য দলিল প্রমান সহ সংক্ষেপে সাবলীল ভাষায় আলোচনা করেছেন।
Reviews
There are no reviews yet.