রাসূলুল্লাহ (ﷺ) প্রায় চৌদ্দশত বছর পূর্বে বলেছেন, صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي فَإِذَا حَضَرَتْ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ. “তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ সেভাবে সালাত আদায় কর।” ছহীহ্ বুখারী, হা/৭২৪৬ কিন্তু আমরা কি পেরেছি তাঁর মতো করে স্বালাত আদায় করতে? হয়তোবা কেও পেরেছি তবে অধিকাংশই পারিনি। আমাদের দেশে বাংলা ভাষায় স্বালাতের অনেক বই পাওয়া গেলেও সে সবে স্বালাতের অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত। এই বইটিতে স্বালাতের প্রায় সকল খুঁটিনাটি ও সূক্ষ্ম মাসালা নির্ভরযোগ্য তথ্যের আলোকে সন্নিবেশিত হয়েছে।
MD JAHANGIR ALAM –
MD JAHANGIR ALAM