ঝরা ফুলের সৌরভ
একদল মানুষ আরেকদল মানুষকে নারকীয় নৃত্যে, পৈশাচিক আনন্দে হত্যায় মেতে উঠল।
এই যে দানবীয় আক্রোশ, সভ্যজগতে এর স্থান কোথায়? প্রাগৈতিহাসিক যুগে অধিকাংশ মানুষ ছিল পশুতুল্য। আগুনসভ্যতা তখনো মানুষকে আলোকিত করেনি। মানুষ পশুর মতো কাঁচা মাংস খেতো, কোনো কোনো মানুষ রক্তও খেতো। গাছের ছালবাকল ও পশুচামড়া পরিধান করত। খাদ্য ও বাসস্থানের জন্য পশুর সাথে করত প্রতিনিয়ত লড়াই।
মূলত আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ সভ্যতার পথে আসে। একসময় উত্তম বুদ্ধিমত্তা ব্যবহার করে পশুদের খাঁচায়ও বন্দি করে। অতঃপর পশুদের পৃথিবী দখল করে নেয় মানুষ। আধুনিক সভ্যতায় এসে মানুষের চাহিদা ও রুচির পরিবর্তন হয় সংস্কৃতির মায়াজালে। লোভ লালসা ও ষড়রিপুর ধোঁকায় এখন মানুষই রীতিমতো পশু। জন্তু জানোয়ার এখন মানুষকে ক্ষতি করতে পারে না। মানুষের জন্য এখন মানুষই ক্ষতির কারণ, মৃত্যুময় আতঙ্ক। অসভ্য এ
Reviews
There are no reviews yet.