রাসূল ﷺ -এর সুন্নাতের সাথে প্রতিদিন
মানবজীবনের প্রতি ক্ষেত্রেই রাসূল ﷺ -এর পথনির্দেশনা অনুসরণ করা আমাদের ঈমানী দাবি। তিনি শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, বরং দৈনন্দিন জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়েও আমাদের আলোকবর্তিকা হয়ে গেছেন।
এই বইটিতে উল্লেখিত হয়েছে রাসূল ﷺ -এর দৈনন্দিন জীবনের সময়ের সাথে সংশ্লিষ্ট ও সময়ের সাথে সম্পর্ক আছে এমন সব সুন্নাতসমূহ সহজভাবে ধারাবাহিক আকারে উপস্থাপন করা হয়েছে। যেমন: ঘুমানোর সুন্নাত, ঘুমানোর আগে ও পরে যিকির, টয়লেটে যাওয়ার আদব, খাওয়ার সুন্নাত ইত্যাদি। পাশাপাশি এসব সুন্নাত আমল করা সহজ হয় এমন সংক্ষিপ্ত অথচ নির্ভরযোগ্য দোয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে পাঠক সহজেই মুখস্থ রাখতে পারেন।
আমরা আশা করি, বইটি পুরো প্রজন্মের পাঠকদের মাঝে রাসূল ﷺ এর সুন্নাতের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে এবং সবাইকে সুন্নাহর পথে চলতে উদ্বুদ্ধ করবে।
এবং এই বইটি আমাদের জন্য আখিরাতে জাবিয়ার একটি মহান আমানত—ইনশাআল্লাহ!
Reviews
There are no reviews yet.