সিলসিলা ছহীহা ১ম খন্ড
আলহামদুলিল্লাহ
মহান আল্লাহর অশেষ শুকরিয়া, যার দয়া ও রহমতে আমাদের স্বপ্নের ‘মাকতাবাতুস সালাফ’ আজ বাস্তব রূপ
পেয়েছে। ‘আল-ইতিছাম গবেষণা বিভাগ’ নামের যে বীজ রোপিত হয়েছিল, তা এখন ফুল ও ফল দিচ্ছে। করোনার সময় যখন মানুষ ছিল ঘরবন্দী, পৃথিবী ছিল নিস্তব্ধ—সেই কঠিন সময়ে দেশে থাকার সুযোগে সময়টি কাজে লাগাতে পারি। ভগ্নিপতি বাকী বিল্লাহ ইউসুফও তখন দেশে ছিলেন। আমরা মিলে সময়টাকে কাজে লাগানোর পরিকল্পনা করলাম। যেই ভাবনা, সেই কাজ। নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের কাছে পরিকল্পনা জানিয়ে সহযোগিতা চাইলাম। তিনি উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দিলেন। আশ্বাস পেয়ে শুরু হলো গবেষণাগার প্রতিষ্ঠার প্রাণান্তকর প্রয়াস। একদম নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার অনুভূতি ছিল অনন্য। শুরুটা হয়েছিল একেবারে শূন্য থেকে—অফিস করার জায়গাও ছিল না। বায়তুল হামদ জামে মসজিদের এক কোণে গ্লাস ঘেরা ছোট পরিসরেই ‘আল-ইতিছাম গবেষণা বিভাগ’-এর সূচনা হয়। হৃদয়ের আবেগ ও নিষ্ঠা নিয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকি। আমি ও বাকী বিল্লাহ ভাই বিভিন্ন প্রকাশনা সফর করে তাদের গবেষণা ও অনুবাদ কার্যক্রম জানার চেষ্টা করি। তিনি শুরু থেকেই বিশ্বমানের পরিকল্পনা করতেন এবং দেশীয় পরিসরের বাইরে ভাবতে পছন্দ করতেন। সেই উচ্চ মনোবল নিয়েই আমাদের পথচলা। অবশেষে আমরা গবেষণাগার থেকে নিজস্ব প্রেস পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হই। শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের গ্রন্থ সম্পাদনা থেকে শুরু করে শিশু-কিশোর পত্রিকা ‘ত্রৈমাসিক কিশলয়’ প্রকাশ—সবই ছিল সেই কল্যাণকর যাত্রার সুন্দর ফসল। ফালিল্লাহিল হামদ।
Reviews
There are no reviews yet.